আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় কোনো তথ্য গরমিল হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সারজিস আলম বলেন, রিটার্নিং কর্মকর্তা সংশোধন চাওয়ার পর প্রয়োজনীয় তথ্য সংশোধন করে জমা দেওয়া হয়েছে। বিষয়টি জেনেশুনে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে আওয়ামী লীগের পেইড প্রপাগান্ডা সেল থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, তাঁকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, যার মধ্যে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতার অভিযোগও রয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, বিএনপিও বর্তমানে ভয়ভীতি প্রদর্শন ও কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হলেও কোনো তথ্য গোপন করা হয়নি। তার স্ত্রী শিক্ষার্থী এবং কোনো ব্যবসা বা আয়ের সঙ্গে যুক্ত নন, বিষয়টি হলফনামায় যথাযথভাবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খুলনার রূপসা নদীতে কাঠ বোঝাই নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন খুলনা জেলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফি (১০)। ঘটনা ঘটে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়া রাফি বন্ধুদের সঙ্গে লবণচরা রোডস্থ ১৩ গোলার পেছনে কাঠ বোঝাই নৌকায় খেলতে ওঠে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে নৌকা থেকে পড়ে যায়। রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানিয়েছেন, নৌ পুলিশ ও স্থানীয় ডুবরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীর প্রবল স্রোত ও পরিবেশগত অবস্থার কারণে উদ্ধার কার্যক্রম জটিল হচ্ছে। স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশ রাফির সন্ধান পেতে তৎপর।
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠ থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঘটে। প্রত্যক্ষদর্শী কিনু দাস মোস্তফা মোর্শেদের লিচুবাগানে ফল গাছে ওষুধ দিতে গেলে লাশটি দেখতে পান এবং চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি শৈলকূপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)। তিনি কালিগঞ্জে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতেন এবং দিনমজুর হিসেবে কাজ করতেন। জসিমের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। লাশের পকেটে থাকা মোবাইল ফোন থেকেও তথ্য উদ্ধার করা সম্ভব হতে পারে।
বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুকুরণ বেগম লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী। স্থানীয়রা জানান, তিনি জামরুল গাছের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফলের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয়দের মধ্যে এখনও রহস্য ও গুঞ্জন রয়েছে যে, এটি আত্মহত্যা নাকি হত্যা।