দীর্ঘদিনের গুঞ্জনের পর উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বিনোদন অঙ্গনে কয়েক বছর ধরেই দুজনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিদেশ সফরে একসঙ্গে উপস্থিতি এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এতদিন তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। বরং দুজনই একে অপরকে বন্ধু ও সহকর্মী হিসেবে উল্লেখ করে আসছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে রাফসান সাবাবের আগের দাম্পত্য জীবনের অবসানের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই দুই তারকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘদিনের গুঞ্জনের পর উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিনোদন অঙ্গনে কয়েক বছর ধরেই দুজনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিদেশ সফরে একসঙ্গে উপস্থিতি এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এতদিন তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। বরং দুজনই একে অপরকে বন্ধু ও সহকর্মী হিসেবে উল্লেখ করে আসছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে রাফসান সাবাবের আগের দাম্পত্য জীবনের অবসানের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই দুই তারকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

