বাংলাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসবের মাধ্যমে শিশুদের স্কুলে বরণ

Icon
খাগড়াছড়ি
প্রকাশঃ জানুয়ারী ২২, ২০২৬

 

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশুবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা।
প্রধান অতিথির বক্তব্যে কনিকা খীসা বলেন, শিশুদের আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করাই প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য। শিশুবরণ ও পিঠা উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে এবং তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এসব আয়োজন শিশুদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।

 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিশুবরণ ও পিঠা উৎসব আয়োজন কমিটির সভাপতি একেএম বদিউজ্জামান বলেন, শিক্ষার্থীদের নানান ধরনের পিঠার স্বাদ ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের অভিভাবকদের সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হয়েছে, যা বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।
বিদ্যালয়ের শিক্ষিকা শাহাজাদী বেগম বলেন, বর্তমানে শিশুরা ফাস্টফুড ও বাইরের খাবারের প্রতি বেশি ঝুঁকছে। তাদের ঘরে তৈরি খাবারের স্বাদ ও পুষ্টিগুণের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। এতে শিশুরা আনন্দের সঙ্গে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাচ্ছে।

 


উপজেলা প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, শিশুবরণ ও পিঠা উৎসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সংঘটিত ঘটনায় গ্রেফতার দুই

খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুই পক্ষ থেকেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মংশিতু মারমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করেন। অপরদিকে মোছা. খাদিজা ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। খাদিজার মামলার এজাহারভুক্ত আসামিরা ইতোমধ্যে জামিন পেয়েছেন। পুলিশ জানায়, কাগজপত্র যাচাই করে দেখা গেছে, উভয় পক্ষের দাবিকৃত জমির দাগ ও চৌহদ্দির মধ্যে কোনো মিল নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।  

খাগড়াছড়ি জানুয়ারী ২২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

আবারও বন্ধ হয়ে গেল যমুনা সারকারখানার উৎপাদন

ছবি: প্রতিনিধি

শেরপুর সীমান্তের চোরাকারবার সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধণা

মৃত ব্যক্তি সহকারী প্রিজাইডিং অফিসার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলায় দেড় বছর আগে মারা যাওয়া চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আব্দুল করিমকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস থেকে গণভোট ও সংসদ নির্বাচনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের তালিকা প্রেরণ করা হলে ২৮০ নম্বর ক্রমিকে তার নাম দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় ও সামাজিকভাবে সমালোচনা শুরু হয়েছে। মাদ্রাসার সুপার মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে এবং মৃত শিক্ষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

দেওয়ানগঞ্জ, জামালপুর জানুয়ারী ২২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে একটি ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

ছবি:প্রতিনিধি

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি:প্রতিনিধি

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ছবি: প্রতিনিধি
ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনি আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ১৫৬ ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, দলীয় নেতাকর্মী, প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (গণ অধিকার পরিষদ, ট্রাক), ফখর উদ্দিন আহমেদ (বিএনপি, ধানের শীষ), মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র, হরিণ), জাহিদুল ইসলাম (এনসিপি, শাপলা কলি) এবং মো. মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)। ভালুকা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। 

ভালুকা, ময়মনসিংহ জানুয়ারী ২২, ২০২৬ 0

মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসবের মাধ্যমে শিশুদের স্কুলে বরণ

ছবি: প্রতিনিধি

শীতার্তদের পাশে দাড়িয়েছেন প্রশাসন ক্যাডারের মামুনুর রশিদ মামুন

0 Comments