নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে নাছির উদ্দীন বলেন, একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও আসিফ মাহমুদ নির্বাচন কমিশনে এসে হুমকিসূচক আচরণ করছেন, যা একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, নির্বাচন কমিশনকে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ছাত্রদল নেতা পোস্টাল ব্যালট ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে বলেন, কমিশন অনিয়মের বিষয়টি স্বীকার করলেও ব্যালট কীভাবে বাসাবাড়িতে পৌঁছেছে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। তিনি ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সঙ্গে বর্তমান পরিস্থিতির সাদৃশ্য টেনে বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উপাচার্যের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন নাছির উদ্দীন নাছির। তাঁর অভিযোগ, নির্বাচন স্থগিত সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি গোপন রেখে নির্দিষ্ট একটি রাজনৈতিক সংগঠনকে অবহিত করা হয়েছে এবং অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এ অবস্থায় উপাচার্যের পদত্যাগ দাবি করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেন। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে নাছির উদ্দীন বলেন, একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও আসিফ মাহমুদ নির্বাচন কমিশনে এসে হুমকিসূচক আচরণ করছেন, যা একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, নির্বাচন কমিশনকে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল নেতা পোস্টাল ব্যালট ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে বলেন, কমিশন অনিয়মের বিষয়টি স্বীকার করলেও ব্যালট কীভাবে বাসাবাড়িতে পৌঁছেছে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। তিনি ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সঙ্গে বর্তমান পরিস্থিতির সাদৃশ্য টেনে বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উপাচার্যের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন নাছির উদ্দীন নাছির। তাঁর অভিযোগ, নির্বাচন স্থগিত সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি গোপন রেখে নির্দিষ্ট একটি রাজনৈতিক সংগঠনকে অবহিত করা হয়েছে এবং অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এ অবস্থায় উপাচার্যের পদত্যাগ দাবি করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎ নির্ধারিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের এজেন্ডা ও আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোট শুধুমাত্র আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নেওয়া উচিত। এজন্য নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটকে সফল করা এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়া। অধ্যাপক আলী রিয়াজ উল্লেখ করেন, জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে কিছু ভিন্নমত থাকলেও, গণভোট বিষয়ে সব দল একমত। তিনি এটিকে জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আরও একজন বিশেষ সহকারী মনির হায়দার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী নগর পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান সম্মেলনের সভাপতিত্ব করেন।