সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিনি নগরঘাটা ইউনিয়নের রাইসমিল, কালিবাবাড়ি, মটবাড়ি, মাঝনগরঘাটা, রথখোলা, গুচ্ছগ্রাম বসুন্ধারা, আসাননগর, হরিণখোলা ও গোয়ালপোতাসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় হাবিবুর ইসলাম বলেন, অতীতে সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন। গত ১৭ বছরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি দাবি করে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী সরদার, সাধারণ সম্পাদক নাছিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদুল হক মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ২৯ জানুয়ারি দুপুর ২টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। জনসভা সফল করার জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় টাউনহলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভৈরব-কুলিয়ারচর আসনের এমপি প্রার্থী শরীফুল আলম। সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের এমপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন নেতারা, মুক্তাগাছা, ফুলপুর-তারাকান্দা ও গৌরীপুর আসনের প্রার্থীরা। বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নেতা তারেক রহমান প্রথমবারের মতো ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বক্তব্য রাখবেন। এতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছাস, উন্মাদনা ও আবেগের ঢেউ তৈরি হবে। সার্কিট হাউস ময়দান কানায় কানায় ভরে উঠবে এবং বৃহত্তর ময়মনসিংহের সব আসনে বিএনপির জয় হবে, আশা ব্যক্ত করেন তারা। সভা শেষে নেতৃবৃন্দ ময়দান পরিদর্শন করেন। জনসভার জন্য ৬২ বাই ৪০ ফুট মঞ্চ তৈরি করা হচ্ছে।
বরিশাল সফরের দিনক্ষণ আবারও অনিশ্চিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। একের পর এক পরিবর্তনের পর আপাতত তার নির্বাচনী জনসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে ২৬ জানুয়ারি বরিশালে তার আগমনের কথা থাকলেও পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু সফরের দুদিন আগে তা আবারও পেছানো হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানিয়েছেন, সফরের চূড়ান্ত দিন এখনও নির্ধারিত হয়নি। তিনি বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর পরিকল্পনা ছিল, তবে বিকল্প পথে যাতায়াতের প্রস্তুতিও রাখা হয়েছিল। শিডিউল সমন্বয়ের জটিলতার কারণে সফর পেছানো হয়েছে। তবে বরিশাল সফর বাতিল হয়নি, কেন্দ্রীয় কমিটি পরে নতুন তারিখ জানাবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে তার সফর বরিশাল অঞ্চলের রাজনীতিতে নতুন গতি আনবে বলে আশাবাদী স্থানীয় নেতারা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ভোটারদের উদ্দেশে বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দলের শীর্ষ অগ্রাধিকার হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি শিকড় থেকে দমন করা। তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপি শাসনে কেউ অন্যায় করলেও ছাড় দেওয়া হয়নি এবং বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানো হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প নেওয়া হবে। তিনি ভোটারদের উৎসাহ দিয়ে বলেন, ভোটের আগে ফজরের নামাজ পড়ুন, তারপর কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন। চট্টগ্রামের বাণিজ্যিক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে নতুন ইপিজেড তৈরি করে কর্মসংস্থান বাড়ানো হবে, যা শহরকে ভবিষ্যতে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ ও বরিশাল সদর-৫ আসনে বিএনপির দুই কেন্দ্রীয় হেভিওয়েট প্রার্থী সক্রিয় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের জনসভা জনস্রোতে পরিণত হয়েছে। গৌরনদীর কাসেমাবাদ কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল করে যোগ দেন। স্বপন ভোটারদের কাছে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং দ্বার-কোণায় প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারও নগরীর বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি সাধারণ মানুষ, পথচারী ও দোকানগুলোতে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছেন। দুই আসনেই প্রতিদিনই নির্বাচনী কার্যলয় উদ্বোধন, জনসভা ও লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, ফলে বরিশালে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উত্তেজনা ও অংশগ্রহণের পরিবেশ তৈরি হয়েছে।
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শুরু হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ। মঞ্চের সামনের স্থান সমাবেশ শুরুর অনেক ঘণ্টা আগে থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে গেছে। জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে মাঠে প্রবেশ করছেন। দলীয় সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৯টায় তিনি হোটেল র্যাডিসন ব্লুতে একটি ইয়ুথ সম্মেলনে অংশগ্রহণের পর পলোগ্রাউন্ডে সমাবেশে যোগ দেবেন। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে এসে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশের সফল আয়োজন নিশ্চিত করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে। এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ডে তার মা খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল।
চট্টগ্রামে নির্বাচনী সফরের অংশ হিসেবে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরের একটি হোটেলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি তরুণদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশ্নের উত্তর দেন। আলোচনার শুরুতেই তিনি তরুণদের তাকে ‘স্যার’ সম্বোধন না করে ‘ভাইয়া’ বলতে অনুরোধ জানান। তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী, যাদের ওপর আগামী এক–দুই দশকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তরুণ উদ্যোক্তাদের ঋণসংকট, শিক্ষা ও পরিবেশগত চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আইন সংশোধন, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন এবং নগর জলাবদ্ধতা নিরসনে খাল খননের পরিকল্পনার কথা জানান তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রায় দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমান একই দিনে নগরীর পলোগ্রাউন্ডসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কর্মসূচি রাখেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতি পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপির সম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। দলীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন আনারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শৃঙ্খলাবিরোধী, অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এবং আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন আনার অভিযোগ অস্বীকার করে বলেন, দলীয় অভ্যন্তরীণ গ্রুপিংয়ের শিকার হয়ে তাকে একতরফাভাবে বহিষ্কার করা হয়েছে।