বাংলাদেশ

পঞ্চগড়ে ভোটের গাড়ির ডিজিটাল স্ক্রিনে প্রচারনা অনুষ্ঠিত

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ জানুয়ারী ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। ‘পরিবর্তনের চাবি আপনার হাতে’ শিরোনামে গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ডিজিটাল স্ক্রিনে গণভোট বিষয়ক অবহিতকরণ চিত্র প্রদর্শন করা হয়। নির্বাচন কমিশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের সাধারণ মানুষের মধ্যে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

 


 

প্রচারচিত্রে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকার ও বিরোধী দলের যৌথ ভূমিকা, সংবিধান পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক করা, প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি দায়িত্বে না থাকা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতিত্ব, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ, ইন্টারনেট সেবা বন্ধ না করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যসহ রাষ্ট্র কাঠামোর ৩১টি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।

 


 

কর্মসূচিতে উপস্থিত বিপুলসংখ্যক মানুষ গণভোটের বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করেন।
এ সময় বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম বলেন, গণভোট বিষয়ে জনগণকে জানানো আমাদের দায়িত্ব। তবে ভোট কীভাবে দেবেন, তা সম্পূর্ণভাবে ভোটারদের নিজস্ব সিদ্ধান্ত।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) শহরের আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়ম হয়েছে, যা স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা দ্রুত পরীক্ষা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান। এছাড়া ভবিষ্যতে প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র বোর্ড গঠন এবং প্রশ্নফাঁস বা অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়। মানববন্ধনে ওমর ফারুক বলেন, ডিভাইস ব্যবহারের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। ন্যায্যতা না পেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন পরীক্ষার্থীরা। শামসুদ্দিন সুলাইমান বলেন, দ্রুত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে। মানববন্ধন শেষে একটি মিছিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।  

তানিয়া আক্তার জানুয়ারী ১৪, ২০২৬ 0

বিএসইসি’তে গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

শেরপুরে শতবর্ষী মাছের মেলায় লাখো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

মোকাররম হোসেন শোকরানা
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকাররম শোকরানা

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। জেলার ১৩টি উপজেলার মধ্যে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ নিয়ে তিনি চতুর্থবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা। মোকাররম হোসেন শোকরানা ২০১২ সালের ৫ মে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তার দায়িত্বকালীন সময়ে বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। তিনি পাঁচবার কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৮, ২০২৩ ও ২০২৪ সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পান তিনি।

কিশোরগঞ্জ জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগে চিকিৎসা বিলম্ব, পথে প্রাণ গেল রোগীর

ছবি: সংগৃহীত

আজাদের সম্পদ কোটি টাকা, স্ত্রীর সম্পদ প্রায় ১৭ কোটি

ছবি: প্রতিনিধি

অবশেষে মনোনয়ন জমা এবি পার্টির বাদশার

ছবি: প্রতিনিধি
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শ্যামপুর বাজার এলাকার রাশেদুল ইসলাম হাসপাতালে মারা যান। এর আগে সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজে মারা যান মানিক চন্দ্র রায় (৬০)। পুলিশ জানায়, রোববার (১১ জানুয়ারি) কিশামত বসন্তপুর গ্রামের জয়নুল আবেদিনের কাছ থেকে স্পিরিট কিনে সোহেল (৩০), আলমগীর (৪০) ও জেনতার আলী (৪১) নিজ বাড়িতে পান করেন। এরপর অসুস্থ হয়ে তাদের মধ্যে তিনজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক চন্দ্র ও রাশেদুল মারা যান। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, স্পিরিট বিক্রেতা জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাশেদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

রংপুর ব্যুরো জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীতে তীব্র যানজট

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ২১ বছর হাতের রেখা দেখছেন কমল

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ভোটের গাড়ির ডিজিটাল স্ক্রিনে প্রচারনা অনুষ্ঠিত

0 Comments