জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টাই জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসানো হয়।

বিশেষ করে শহরের পায়রাচত্বর,চুয়াডাঙ্গা স্টান্ড, বাসটার্মিনাল, হামদহ, আরাপপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনী সময় কোন ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এসময় কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ মোটরসাইকেল ও সন্দেহজনক যানচলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আগামী পনেরো দিন চলবে এ অভিযান।
বরিশালে একটি বিড়ালের পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে মেরে ফেলার উদ্দেশ্যে তার প্রতিবেশী নাসিমা বেগম দা দিয়ে আঘাত করে। এতে বিড়ালটির একটি পা ভেঙে যায়। এ নিয়ে প্রতিবাদ করায় ওই প্রতিবেশীর স্বামী আইউব মৃধা অকথ্য ভাষায় গালাগাল করেন তানিয়াকে। এ নিয়ে সোমবার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন তানিয়া। গৃহবধূ তানিয়া জানান, আহত বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা জানান, ভারি কোনো বস্তু দিয়ে বিড়ালটিকে আঘাত করা হয়েছে। বিড়ালটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ‘অভিযোগের তদন্ত চলছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অবিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন আকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু। অবিভাবক সমাবেশে অভিভাবকরা সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এরপর দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে । বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টাই জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসানো হয়। বিশেষ করে শহরের পায়রাচত্বর,চুয়াডাঙ্গা স্টান্ড, বাসটার্মিনাল, হামদহ, আরাপপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনী সময় কোন ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এসময় কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ মোটরসাইকেল ও সন্দেহজনক যানচলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আগামী পনেরো দিন চলবে এ অভিযান।