অপরাধ

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Icon
নারয়নগঞ্জ প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার বাসভবনে প্রবেশ করে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী ডাকাত দল নগদ প্রায় সাত লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের বাধা দেওয়ার সময় গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম মারধর হয় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আড়াইহাজার থানার পুলিশ ঘটনার পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: প্রতিনিধি
বোয়ালখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী মো. সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)কে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হোরারবাগ চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা এবং ভাই-বোন সম্পর্কের। সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশে এবং বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে বেঙ্গুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও সেনাসদস্যদের তৎপরতায় তারা ধরা পড়ে। পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সতর্ক অনুসন্ধানে একটি পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকানো চারটি স্থানে আরও অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়। বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, গ্রেফতার সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা রয়েছে। তারা নির্বাচনের সময়সহ বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল এবং নিজেদের তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী চক্রকে বিক্রি করত।

চট্টগ্রাম প্রতিনিধি> জানুয়ারী ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

‘কিলার জাহিদ’ গ্রেফতার

ছবি: সংগৃহীত

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

তানোরে যৌথ বাহিনীর অভিযানে ১শ' ১৫ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ

ঢাকা-টাঙ্গাইল বাসে কলেজছাত্রীকে রাতভর ধর্ষণ, ৩ গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর ধর্ষণের ঘটনায় বাসের চালক, হেলপার ও সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা বুধবার (১৪ জানুয়ারি) রাতে সাভার পরিবহণে ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- ড্রাইভার মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং ড্রাইভারের সহযোগী মো. রাব্বি (২১)।  অভিযোগে বলা হয়েছে, বাসে থাকা কলেজছাত্রীকে যাত্রীরা নামার পর আটকে রাখা হয়, তার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাতভর যৌন নির্যাতন করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। ঢাকা-টাঙ্গাইল করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা বাসটি হাইওয়ে পুলিশ আটক করে, জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানতে পারে। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনা দেশের মহাসড়কে চলমান সন্ত্রাস ও নারী নিরাপত্তার বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৬ 0
আনিসুর রহমান আলমগীর

সাংবাদিক আনিসের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

শিবচরে ঘুমন্ত গৃহবধুকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সেলিমের বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগ

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ৬টি দেশীয় অস্ত্র, মাদক ও নগদটাকা সহ ৩জন গ্রেফতার

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা, ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা অবৈধ ইয়াবা বিক্রির অর্থ, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের পলাশপোল এলাকায় পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ইয়াসিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এক প্রেস নোটে জানানো হয়েছে, ইয়াসিন আরাফাত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জেলায় বিভিন্ন ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।

সাতক্ষীরা জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জাল টাকা সহ বরিশালে আটক ৪

জাকারিয়া তাহের সুমন

জালিয়াতি ও অর্থ আত্মসাত মামলার আসামী তাহের

ছবি: প্রতিনিধি

জামালপুরে ভারতীয় প্রসাধনী সহ দুইজন আটক

0 Comments