বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৭৯ বছর পূর্ণ করলেন। জন্মদিন উপলক্ষে তার বড় মেয়ে শামারুহ মির্জা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে বাবার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন।
শামারুহ লিখেছেন, ছোট বেলায় বাবা চাকরি ছেড়ে দেশের মানুষের সেবা করতে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে ছিলেন।
তিনি উল্লেখ করেন,
“আমরা বড় হয়ে তার কাছাকাছি পাইনি, কিন্তু তিনি কখনো হতাশ হননি। কঠিন সময়ে তার সংকল্প সবসময় ছিল সাধারণ মানুষের কল্যাণ,”
পোস্টে তিনি জানান, মির্জা আলমগীরকে একাধিকবার জেলে পাঠানো হয়েছে, হামলায় আহত করা হয়েছে এবং উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হিসেবে তৈরি করা হয়েছে। তবুও তিনি রাজনীতিতে প্রতিশোধ নয়, বরং গণতন্ত্র ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য সক্রিয়। শামারুহ বলেন,
“তার জীবন প্রায়শই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে, আজও তিনি দৃঢ় সংকল্পে গণতন্ত্রের জন্য লড়ছেন।”
খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দাঁড়িপাল্লা বিজয়ী না হলে গত ৫৪ বছরের দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনদূর্ভোগ আবারও চলবে।” তিনি ভোটারদের নৈতিক নেতৃত্বের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রসমাজ ইতোমধ্যেই বিভিন্ন নির্বাচনে চাঁদাবাজদের পরাজিত করেছে, তাই জাতীয় নির্বাচনেও দুর্নীতিবাজদের পরাজিত করা সম্ভব। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে প্রথম কাজ হবে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, পরে ভাঙাচোরা রাস্তাঘাট, মসজিদ-মন্দির ও এলাকার সার্বিক উন্নয়ন করা হবে। তিনি নির্বাচনকে “নতুন বাংলাদেশ গড়ার সুযোগ” হিসেবে আখ্যায়িত করে পুরোনো রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা জানান। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট কেনার জন্য দেওয়া কালো টাকা প্রত্যাখ্যান করতে হবে এবং সামাজিক কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা উচিৎ। এ সময় তার সঙ্গে ফুলতলা ও ডুমুরিয়ার জামায়াত ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন করা হয়েছে। নগরীর বেলস্ পার্ক মাঠে প্রামাণ্যচিত্রটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা ও স্বাধীনতা ফোরাম বরিশালের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে সংগ্রাম করে গেছেন। এদিকে, নগরীর রসুলপুর বস্তিতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেন বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বৈঠকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৭৯ বছর পূর্ণ করলেন। জন্মদিন উপলক্ষে তার বড় মেয়ে শামারুহ মির্জা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে বাবার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন। শামারুহ লিখেছেন, ছোট বেলায় বাবা চাকরি ছেড়ে দেশের মানুষের সেবা করতে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে ছিলেন। তিনি উল্লেখ করেন, “আমরা বড় হয়ে তার কাছাকাছি পাইনি, কিন্তু তিনি কখনো হতাশ হননি। কঠিন সময়ে তার সংকল্প সবসময় ছিল সাধারণ মানুষের কল্যাণ,” পোস্টে তিনি জানান, মির্জা আলমগীরকে একাধিকবার জেলে পাঠানো হয়েছে, হামলায় আহত করা হয়েছে এবং উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হিসেবে তৈরি করা হয়েছে। তবুও তিনি রাজনীতিতে প্রতিশোধ নয়, বরং গণতন্ত্র ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য সক্রিয়। শামারুহ বলেন, “তার জীবন প্রায়শই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে, আজও তিনি দৃঢ় সংকল্পে গণতন্ত্রের জন্য লড়ছেন।”