বাংলাদেশ

সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সোমবার (২৬ জানুয়ারি) অন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কলেজ মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন স্টেশন কম্যান্ডেন্ট ও কলেজ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শফিউল ইসলাম মেরাজ।
২৩টি ইভেন্টে ৮ হাউসভুক্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফজলুল হক হাউস চ্যাম্পিয়ন এবং নজরুল ইসলাম হাউস রানার্স-আপ হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মার্চপাস্ট প্রদর্শন ও প্রধান অতিথিকে সালাম প্রদানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি শিক্ষার্থীদের শারীরিক কসরত ও শিক্ষাগত অর্জনের প্রশংসা করেন। উল্লেখযোগ্য, এ বছর এসএসসিতে ৮০% এবং এইচএসসিতে ৮৭% শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সোমবার (২৬ জানুয়ারি) অন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন স্টেশন কম্যান্ডেন্ট ও কলেজ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শফিউল ইসলাম মেরাজ। ২৩টি ইভেন্টে ৮ হাউসভুক্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফজলুল হক হাউস চ্যাম্পিয়ন এবং নজরুল ইসলাম হাউস রানার্স-আপ হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মার্চপাস্ট প্রদর্শন ও প্রধান অতিথিকে সালাম প্রদানের আয়োজন করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি শিক্ষার্থীদের শারীরিক কসরত ও শিক্ষাগত অর্জনের প্রশংসা করেন। উল্লেখযোগ্য, এ বছর এসএসসিতে ৮০% এবং এইচএসসিতে ৮৭% শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার

‘আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করনীয়’ শীর্ষক রংপুরে আঞ্চলিক সংলাপ

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫ প্লাটুন বিজিবি

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড ৩০ লক্ষ টাকার ক্ষতির

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকায় পানচাষি শেখ খায়রুল বাসারের পানের বরজে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বরজটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ২–৩ জন আহত হন। ভুক্তভোগী পানচাষি শেখ খায়রুল বাসার জানান, বিদেশ থেকে ফিরে তিনি দুই বিঘা জমিতে হাইব্রিড জাতের পান চাষ শুরু করেন। অগ্নিকাণ্ডে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, শত্রুতামূলকভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কৃষি অফিস থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। আগুন লাগার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ফকিরহাট প্রতিনিধি জানুয়ারী ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

গাজীপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন

বিদ্যালয়ে শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান, ছাত্রদল নেতাদের আদালতে হাজিরার নির্দেশ

প্রতিকী ছবি

গাজীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরী নিহত

সর্বমিত্র চাকমা
পদত্যাগের সিদ্ধান্ত জানালেন সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা শিক্ষার্থীদের ওপর অশোভন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর পদত্যাগ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও জিমনেসিয়ামে কিশোর ও তরুণদের কান ধরে ওঠবস করানো তার উদ্দেশ্য ছিল না, তবে বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি এমন পদক্ষেপ গ্রহণ করেছেন। সর্বমিত্র বলেন, “শারীরিক শিক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল, প্রশাসনের দীর্ঘস্থায়ী অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমি এমন আচরণ করেছি, যা কাম্য ছিল না। আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।” সর্বমিত্র চাকমা ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে ডাকসু নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগের ঘোষণা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এতে কোনো ব্যক্তি বা পক্ষের প্রতি ক্ষুব্ধতা বা অভিমান নেই। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে অক্ষম হওয়ায় এবং প্রশাসনের ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

গতকাল বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মোঃ কামরুল ইসলাম খান বাকেরগঞ্জের ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে বিআরইউ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বরিশাল-৬ আসনে  ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করলো এক নারী

0 Comments