খেলা

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Icon
খুলনা
প্রকাশঃ জানুয়ারী ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিসিবির জেলা ও দলীয় প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং অংশগ্রহণকারী দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আন্তর্জাতিক মূল্যায়নে সর্বনিম্ন স্থানে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চলমান বিতর্ক এবার আন্তর্জাতিক স্বীকৃত পর্যায়েও প্রতিফলিত হলো। ব্রিটিশ ক্রিকেটবিষয়ক সাময়িকী দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক পর্যালোচনায় আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে বিপিএলকে সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে। বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক অবস্থান—এই চারটি মানদণ্ডে বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মূল্যায়ন করে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, তিনটি সূচকে বিপিএলের অবস্থান দশম এবং স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতার দিক থেকে নবম। সামগ্রিক বিবেচনায় ভারতের আইপিএল শীর্ষে রয়েছে, এরপর দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার এলপিএল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও। দ্য ক্রিকেটার–এর প্রতিবেদনে বলা হয়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে এলপিএল ও বিপিএল তুলনামূলকভাবে কম রেটিং পেয়েছে। প্রতিবেদনে এই দুটি লিগকে সবচেয়ে দুর্বল ব্যবস্থাপনাসম্পন্ন আসর হিসেবে উল্লেখ করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতির প্রশ্ন: ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ কেন?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটসাল দল প্রথমবারের সাফ চ্যাম্পিয়ন

ট্রিনিটি রডম্যান
নারী ফুটবলে সর্বোচ্চ আয়কারী হিসেবে ইতিহাস গড়লেন ট্রিনিটি রডম্যান

২৩ বছরের ট্রিনিটি রডম্যান নারী ফুটবলের ইতিহাস গড়লেন। ফুটবলের কেরিয়ারে মাত্র কিছু বছর কাটলেও, ট্রিনিটি রডম্যান নারী ফুটবলে বিশ্বসেরা আয়কারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।  যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করে তিনি প্রতি বছরে বোনাসসহ ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা) উপার্জন করবেন। এই চুক্তি অনুযায়ী ২০২৮ পর্যন্ত তিনি ক্লাবের হয়ে খেলবেন। রডম্যানের আগের চুক্তি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট ছিলেন। নতুন চুক্তি স্বাক্ষরের পর তিনি উচ্ছ্বসিত, বলেন,  “এটা আমার জীবনের অন্যতম বড় ঘটনা, যা সব কিছু বদলে দেবে।”  ট্রিনিটি সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের কন্যা এবং ২০২১ সালে মাত্র ১৮ বছর বয়সে স্পিরিটে যোগ দিয়ে উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের ক্রীড়াবিদ হিসেবেও খেলবেন। এই চুক্তির মাধ্যমে ট্রিনিটি স্পেনের আইতানা বোনমাতিকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলারের মর্যাদা অর্জন করেছেন।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২৪, ২০২৬ 0

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চিঠি, বিসিবির পাশে দাঁড়াল পিসিবি

আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ

বাংলাদেশের ভিসা না পাওয়ায় আইসিসির ভারতীয় কর্মকর্তা অনুপস্থিত, আসছেন এক প্রতিনিধি

ছবি: সংগৃহীত
বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, ক্রিকেটারদের অনড় অবস্থান ও কোয়াবের দাবির প্রেক্ষিতে পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। বিসিবির সূত্রে জানা গেছে, টাইগার ক্রিকেট বোর্ড শর্ত দিয়েছিল, আজকের মধ্যে খেলোয়াড়রা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করা হবে। এর প্রেক্ষিতে আজ (১৫ জানুয়ারি) দিনের সমস্ত ম্যাচ বাতিল করা হয়েছে। রাজশাহী ওয়ারিয়রস ও সিলেট টাইটানসের সন্ধ্যা ম্যাচ, পাশাপাশি নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের দুপুরের ম্যাচ মাঠে গড়ায়নি। বিসিবি নিশ্চিত করেছে, বৃহস্পতিবার রাতে (১৫ জানুয়ারি) ফ্রাঞ্চাইজিদের আনুষ্ঠানিকভাবে স্থগিতকরণ ও পদক্ষেপের তথ্য জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৬ 0

ক্রিকেটারদের চাপেই বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলকে বরখাস্ত

ছবি: সংগৃহীত

নাজমুলের পদত্যাগে অনড় ক্রিকেটাররা, বিপিএলসহ খেলা বন্ধের শঙ্কা

সেপাক টাকরো খেলায় দেশসেরা সৈয়দপুরের মেয়েরা

0 Comments