রাজনীতি

তারেক রহমানের রাজনীতি পাহাড়-সমতলের মানুষ নিয়ে: ওয়াদুদ ভূইয়া

Icon
এইচ এম প্রফুল্ল
প্রকাশঃ জানুয়ারী ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন পাহাড় ও সমতলের সব জাতি ও সম্প্রদায়ের মানুষকে অন্তর্ভুক্ত করে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের টাউন হল সম্মেলন কক্ষে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, পার্বত্য এলাকায় একটি চক্র সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নিরীহ পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দশরথ চাকমা ও সাবেক ইউপি সদস্য শান্তিময় চাকমার নেতৃত্বে চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদানকারী নেতারা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। এছাড়া বক্তব্য দেন প্রবীণ চন্দ্র চাকমা, কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

রাজনীতি

আরও দেখুন
ডা. সুলতান আহমদ
শুধু সততা বা যোগ্যতা নয়, রাষ্ট্র চালাতে দুটির সমন্বয় জরুরি: ডা. সুলতান আহমদ

বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় কেবল সততা বা কেবল যোগ্যতা—এককভাবে কোনোটি দিয়েই কার্যকর শাসনব্যবস্থা গড়ে ওঠে না। সুশাসনের জন্য উভয়ের সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে যোগ্য মানুষের অভাব নেই, কিন্তু সর্বস্তরে দুর্নীতির বিস্তার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তার দাবি, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সংগঠিত ও নৈতিক নেতৃত্ব প্রয়োজন, যা জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাগতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্যে ডা. সুলতান আহমদ বলেন, জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছে, তবে ঐতিহাসিকভাবে এর কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ন্যায়বিচার, ধর্মীয় সহাবস্থান ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী দৃঢ় অবস্থানে রয়েছে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচিত হলে বরগুনায় একটি মেডিকেল কলেজ, একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ ও নীতিবান নেতৃত্বকে কাজে লাগাতে ব্যর্থ হলে দায় এড়ানোর সুযোগ নেই—দায় নিতে হবে সবাইকেই।  

বরিশাল জানুয়ারী ২৯, ২০২৬ 0

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

নিহত মাওলানা রেজাউল করিম

শেরপুরে নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত, আহত  ৩০

ছবি: প্রতিনিধি

চোর-দুর্নীতিবাজকে ভোট দিলে ভালো শাসন আশা করা যায় না: গোলাম পরওয়ার

ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ কয়েকজন জামায়াত নেতাকর্মী এলাকায় ভোট চাইতে গিয়ে ভোটারদের টাকা দেন। এ সময় কয়েকজন ভোটারকে ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখাতে দেখা যায়। তারা দাবি করেন, ভোটের জন্য ওই টাকা জামায়াত নেতাকর্মীদের কাছ থেকে পেয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। তবে অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে, বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবির অভিযোগগুলোকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি বলেন, ভোট চাইতে গেলে প্রতিপক্ষ দলের লোকজন নিজেরাই টাকা দেখিয়ে ভিডিও ধারণ করে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ সময় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, গলায় থাকা মাফলার ছিঁড়ে ফেলা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল জানুয়ারী ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

৩১ জানুয়ারি টাঙ্গাইল যাচ্ছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

ছবি: প্রতিনিধি

নীলফামারী-৪ আসনে লাঙ্গল প্রার্থী সিদ্দিকের প্রচারণা

ছবি: প্রতিনিধি

শেষ মুহূর্তের প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী আশু

ছবি: প্রতিনিধি
বরিশালে প্রচার প্রচারণায় বাধার অভিযোগ ডা: মনীষার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিএনপি। সকালে বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবত্তী বিএম কলেজ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি অভিযোগ করেন, চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তার নির্বাচনী অফিস নির্মাণে বাধা দেওয়া হয়েছে। তবু ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন এবং আশা করছেন, ভোটাররা বাসদের মই মার্কার পক্ষে রায় দেবেন। দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নগরীতে গণসংযোগ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে। বরিশাল সদর-৫ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বরিশাল জানুয়ারী ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফেনীতে প্রথমবারের মতো মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের মুখোমুখি লড়াই

ছবি: প্রতিনিধি

জামায়াতে আমির আসছেন বরিশালে, জনসভাস্থলের মাঠ পরিদর্শন

0 Comments