শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়েতে ইসলামী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়েত প্রার্থীর কর্মীরা আগে থেকেই বসে থাকলেও বিএনপি প্রার্থী দেরিতে পৌঁছানোর কারণে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি দুইজন সাংবাদিক আহত ও তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সাহা জানান, আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪ জনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উভয় পক্ষ একে অপরকে দায়ী করলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়েতে ইসলামী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়েত প্রার্থীর কর্মীরা আগে থেকেই বসে থাকলেও বিএনপি প্রার্থী দেরিতে পৌঁছানোর কারণে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি দুইজন সাংবাদিক আহত ও তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সাহা জানান, আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪ জনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উভয় পক্ষ একে অপরকে দায়ী করলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিচ্ছেদের ঘোষণার পর ব্যক্তিগত জীবনের আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সেই আলোচনার মধ্যেই এলো তাঁর পেশাগত অগ্রযাত্রার খবর। নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন তিনি—এবার উপস্থাপক হিসেবে। জানা গেছে, জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর দ্বিতীয় সিজনের সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তাহসান। প্রথম সিজনে তাঁর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকমহলে ব্যাপক প্রশংসা পায়। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান এবারও তাঁকেই উপস্থাপক হিসেবে নির্বাচন করেছে। অনুষ্ঠানটির নতুন সিজনে দেশের ৬৪ জেলা থেকে সংগৃহীত তথ্যভিত্তিক প্রশ্ন যুক্ত করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে জানিয়েছেন তাহসান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম এবং প্রযোজনা করেছে বঙ্গ। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–২ আগামীকাল থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। ব্যক্তিগত সংকটের মধ্যেও পর্দায় তাহসানের এই প্রত্যাবর্তনকে বিনোদন অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। নির্ধারিত দিনে আসামিপক্ষ লিখিত জবাব দাখিল করলে আদালত তা বিবেচনায় নিয়ে মামলা থেকে তাঁদের অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার। এর আগে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে মেহজাবীন ও তাঁর ভাই তাঁকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। অভিযোগের বিষয়ে আদালত শুনানি নিয়ে অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় মামলা থেকে আসামিদের অব্যাহতি প্রদান করেন।