সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান রানা (৩২) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা–পাইকগাছা সড়কের তালা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাইকগাছাগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নাজমুল হাসান রানার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি তালা বাজারে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি নতুন সরকারি অনুমতির (আইপি) অভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে জেলার খুচরা ও পাইকারি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ ২৪ ডিসেম্বর ১১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এরপর নতুন আইপি না থাকায় ব্যবসায়ীরা এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে দাম প্রতি কেজিতে ৩০-৩৫ টাকার স্থানে বেড়ে ৫০-৭০ টাকা পর্যন্ত উঠেছে। বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজ বাজারে আসলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। আমদানিকারকরা জানান, ভারতীয় পেঁয়াজ দেশের পাইকারি চাহিদার বড় অংশ পূরণ করে, তাই আমদানির দীর্ঘ বিরতি বাজার স্বাভাবিক রাখা কঠিন। পাইকারি বাজারে ইতোমধ্যেই কেজিতে ১০ টাকা বৃদ্ধি হয়েছে। ভোমরা স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক জানিয়েছেন, যাদের আগে অনুমতি ছিল, তারা ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আনতে পারবেন। তবে নতুন আইপি এখন পর্যন্ত ইস্যু করা হচ্ছে না। বিশ্লেষকরা মনে করান, আমদানির জট দ্রুত না খুললে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা উভয়ই দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান রানা (৩২) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা–পাইকগাছা সড়কের তালা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাইকগাছাগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নাজমুল হাসান রানার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি তালা বাজারে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলমের মনোনয়ন আপিল শুনানিতে বৈধ ঘোষণা করায় নির্বাচনের হিসাব-নিকাশে বড় পরিবর্তন এসেছে। এতে দলীয় প্রার্থী কাজী আলাউদ্দিনের জন্য ভোটের মাঠে চ্যালেঞ্জ বেড়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দাবিতে এর আগে মাসব্যাপী বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়। তবে বিএনপি হাইকমান্ড তৃণমূলের দাবি উপেক্ষা করায় কালিগঞ্জ উপজেলায় দলীয়ভাবে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রবিউল বাসার সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। কালিগঞ্জ ও আশাশুনি—দুই উপজেলাতেই জামায়াতের উল্লেখযোগ্য ভোটব্যাংক রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ৩৮ জন এবং আশাশুনিতে ২ লাখ ৪৫ হাজার ৯১৩ জন। এদিকে আশাশুনি উপজেলায় সাম্প্রতিক সহিংসতা ও দখলবাজির অভিযোগে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম উভয় উপজেলাতেই সাধারণ ভোটারদের সমর্থনের দাবি করছেন। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্পষ্টভাবে জানিয়েছেন, দলীয় প্রার্থী ছাড়া অন্য কারও পক্ষে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।