বাংলাদেশ

নীলফামারীতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৫ লাখ ৯২ হাজার

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ১২ হাজার ১১ জন ভোটার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪ জন। ২০২৪ সালের নির্বাচনে জেলায় মোট ভোটার ছিল ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ জন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে নারী ৭ লাখ ৯০ হাজার ১৯০ জন, পুরুষ ৮ লাখ ২ হাজার ১১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। চারটি আসনে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৩টি, যা আগের নির্বাচনে ছিল ৫৬২টি।

 

আসনভিত্তিক ভোটার সংখ্যা
•    নীলফামারী-১ (ডোমার-ডিমলা):
ভোটার ৪ লাখ ৬০ হাজার ২৭২ জন (নারী ২,২৭,৭৮৫; পুরুষ ২,৩২,৪৮৫; তৃতীয় লিঙ্গ ২)। কেন্দ্র ১৫৪টি।
•    নীলফামারী-২ (সদর):
ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৭৮৫ জন (নারী ১,৯২,৭৫৩; পুরুষ ১,৯৩,০৩০; তৃতীয় লিঙ্গ ২)। কেন্দ্র ১৩৫টি।
•    নীলফামারী-৩ (জলঢাকা):
ভোটার ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন (নারী ১,৪৪,৫৬৭; পুরুষ ১,৪৯,৮৭৮; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ১০৫টি।
•    নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ):
ভোটার ৪ লাখ ৫১ হাজার ৮১৪ জন (নারী ২,২৫,০৮৪; পুরুষ ২,২৬,৭২৫; তৃতীয় লিঙ্গ ৫)। কেন্দ্র ১৬৯টি।

 

পোষ্টাল ভোট
জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার জানান, চারটি আসনে মোট ১২ হাজার ১১ জন পোষ্টাল ভোটার আবেদন করেছেন। এর মধ্যে নারী ২ হাজার ৮৯৬ জন এবং পুরুষ ৯ হাজার ১১৫ জন। প্রবাসী ভোটারদের কাছে ইতোমধ্যে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। প্রতিটি আসনে একটি করে পোষ্টাল ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও অনলাইন নিবন্ধনের সুযোগ থাকায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় এতিমখানায় এতিম নাই, ভূয়া বিল ভাউচারে টাকা আত্মসাত

সাতক্ষীরা কালিগঞ্জে নলতা আহছানিয়া মিশন এতিমখানায় সরকারি তহবিলের অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা দেখিয়ে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে এতিমখানায় শিক্ষার্থী নেই। সরেজমিনে গেলে দেখা গেছে, ভবনের দরজা তালাবদ্ধ, ভিতরে মাত্র ৫–৭ জন ছেলে খেলছে। শিক্ষকের উপস্থিতি নেই। খাওয়ার জন্য ছোট পরিমাণ মাছ ও কাঁচা মালামাল কেনা হয়েছে, যা কয়েকজনের জন্য যথেষ্ট। পাশের অন্য ভবনেও কোনো শিশু পাওয়া যায়নি। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে ৬২ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর নামে ৭ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বাকি বরাদ্দের টাকা আসার অপেক্ষা আছে। সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, তিনি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, তারা সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং অচিরেই বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেবেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সরকারি তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তৎপরতা বৃদ্ধির দাবি করা হচ্ছে।

সাতক্ষীরা জানুয়ারী ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে তারেক রহমানের জনসভা উপলক্ষ্যে প্রস্তেুতি সভা

ছবি: প্রতিনিধি

নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, গণভোটে পরিবর্তনের নিশ্চয়তা: রিজওয়ানা হাসান

ছবি: প্রতিনিধি
ভোলায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নৌ-বাহিনীর জোরদার টহল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভোলার সাত উপজেলায় বিপুলসংখ্যক বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা চরাঞ্চল, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভয়ভীতি রোধে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।     নিরাপত্তা জোরদারের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মনে করেন, ভোটের দিন কেন্দ্রে নির্বিঘ্নে অংশ নেওয়া সম্ভব হবে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন পর্যন্ত নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোলায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট আশা করা যাচ্ছে।

ভোলা প্রতিনিধি> জানুয়ারী ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে অযত্নে অবহেলায় ব্রিটিশ স্থাপনা, লুট হওয়ার শংকা

ছবি: প্রতিনিধি

দেশের জনগণ হ্যাঁ-এর পক্ষে চুড়ান্ত রায় প্রদান করবে

নেত্রকোণার কলমাকান্দার লেংগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়াকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত
দেশ এগিয়ে নিতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি: ড. রিজওয়ানা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে নীলফামারীতে শোভাযাত্রায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে তিনি গণভোট প্রচারণা শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা।     শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দেশের মানুষ ভোট দিতে চায়। তাই সবাইকে মিলে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। কোনো অনিয়মের চেষ্টা হলে প্রশাসন, সরকার ও জনগণকে একসঙ্গে প্রতিরোধ করতে হবে।”     তিনি আরও জানান, উত্তরাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই করছে। তাদের সম্মতি পেলেই কাজ শুরু হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র এগিয়ে নিতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ওজুখানা নয় হচ্ছে ড্রেন নির্মাণ

ছবি: প্রতিনিধি

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0 Comments