বাংলাদেশ

"এ" ক্যাটাগরিতে উন্নীত হলো সাতক্ষীরা জেলা

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ জানুয়ারী ২০, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিবেশগত, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তিতে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরি করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন থানা গঠন, স্বাস্থ্য বিভাগের একত্রীকরণ এবং সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীতসহ মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।
সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সাতক্ষীরার সুন্দরবন এবং ভোমরা বন্দর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতেই জেলা ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।”
এর আগে সাতক্ষীরা ৭টি উপজেলা, ৮টি থানা ও দুটি পৌরসভা নিয়ে ‘বি’ ক্যাটাগরি জেলা হিসেবে গণ্য হতো।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে 'হ্যাঁ'ভোট প্রচারণায় উপদেষ্টা এম. শাখাওয়াত হোসেন

পঞ্চগড়ে সরকারি অডিটোরিয়ামে মঙ্গলবার (২০ জানুয়ারি) গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সকল নাগরিককে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে আর কখনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগ ও শহীদদের মর্যাদা দেশের মানুষ কোনোভাবেই ভুলতে পারে না।” তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেবল নির্বাচনের সঞ্চালক হিসেবে কাজ করছে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরই সরকারের মূল লক্ষ্য। ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, “গণভোট কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। ত্রয়োদশ সংসদের যে দলই ক্ষমতায় আসুক, তারা অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে।” সভায় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে পুলিশ, বিজিবি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীরা গণভোট সফল করতে জনসচেতনতা বৃদ্ধির অঙ্গীকার করেন।

আমির খসরু লাবলু জানুয়ারী ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ট্রাক-অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, ৬ জন আহত

"এ" ক্যাটাগরিতে উন্নীত হলো সাতক্ষীরা জেলা

ছবি: প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার: বিধান রঞ্জন রায়

ছবি: প্রতিনিধি
এ অঞ্চলে রাজনৈতিক মতভেদ থাকবে কিন্তু কোন হানাহানি-দ্বন্দ্ব থাকবে না

খুলনার রূপসা উপজেলার নন্দনপুরে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়ন।  তিনি বলেন, রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, তবে সকলকে নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত ও নৈতিক উন্নয়নের জন্য মানুষকে ধর্মের দিকে ফিরতে হবে। বিএনপি ক্ষমতায় এলে মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া হবে এবং ইমাম, পুরোহিতদের বেতন-সম্মান নিশ্চিত করা হবে। আজিজুল বারি হেলাল মরহুম প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে দেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের অবমূল্যায়ন করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।  তিনি তৎকালীন সময়ে জিয়াউর রহমানের খাল খননের উদ্যোগের উদাহরণ দিয়ে বলেন, খালের মাধ্যমে দেশের ধান উৎপাদন বৃদ্ধি পায় এবং বিদেশে চাল রপ্তানি সম্ভব হয়। প্রার্থী বলেন, নির্বাচিত হলে খুলনা-৪ মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও হানাহানি বা দ্বন্দ্ব থাকবে না; সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। অনুষ্ঠানটি শ্রীফলতলা ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে সাবেক চেয়ারম্যান শেখ আবদুল মজিদের সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। জেলার বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

খুলনা জানুয়ারী ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফয়জুল করীমের আসনে সরে দাঁড়ালো জামায়াত

ছবি: প্রতিনিধি

গণভোটে 'না' ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাড়ানো: শারমিন এস মুরশিদ

সৈয়দপুরে রান্নাবান্নার কাজে জ্বালানি সংকট চরমে

ছবি: প্রতিনিধি
জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভ্যান’ বহরের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রচারণা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বক্তব্য দেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতেই গণভোটের আয়োজন করা হয়েছে। এসব পরিবর্তন প্রয়োজন কিনা, তা জনগণই সিদ্ধান্ত নেবে। ডিজিটাল ডিসপ্লে ও ভিডিও কনটেন্টের মাধ্যমে ভোটের গাড়িতে নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের নিয়ম, কেন্দ্রের করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা বিষয়ে তথ্য তুলে ধরা হয়। এ সময় সাধারণ ভোটারদের লিখিত মতামত ও গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তানিয়া আক্তার জানুয়ারী ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে বিভিন্ন খাতে পৌনে দুই কোটি টাকার অনুদানের চেক বিতরণ

বাগেরহাটে ‘হ্যাঁ’ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীতে আগাম জাতের সরিষায় বাম্পার ফলন

0 Comments