নীলফামারীর সৈয়দপুরে তীব্র শীতের কারণে নাজেহাল হয়ে পড়েছেন নিম্নআয়ের ও অসহায় মানুষ। শহরের স্বচ্ছলরা লেপ–তোষক তৈরি করলেও গ্রামের দরিদ্র মানুষ কম দামে ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের কাছ থেকেই শীতবস্ত্র কিনে শীত মোকাবিলা করছেন।
কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নের গ্রামগুলোতে ভ্যান, মোটরসাইকেল ও কাঁধে করে লেপ–তোষক বিক্রি করতে দেখা যাচ্ছে ফেরিওয়ালাদের। এসব লেপ–তোষকে তুলনামূলক সস্তা গার্মেন্টস তুলা ব্যবহার করা হচ্ছে। তবে চাইলে দামি তুলায়ও তৈরি করে দেওয়া হচ্ছে।
ভ্রাম্যমাণ লেপ–তোষক বিক্রেতা আজাদ হোসেন জানান, তারা ১০ জনের একটি দল সৈয়দপুর শহরে ভাড়া বাসায় থেকে প্রতিদিন গ্রামে গ্রামে লেপ–তোষক বিক্রি করেন। বগুড়ার মোকাম থেকে মহাজনের পাঠানো পণ্য বিক্রি করে যে কমিশন পান, তা দিয়েই সংসার চলে।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সৈয়দপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোরে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগ বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বর্তমানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তা আরও ১–২ ডিগ্রি কমতে পারে এবং কুয়াশা আরও ঘন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা জানান, উপজেলায় ৬৮৪টি কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও ৪০০টি কম্বল আসবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত শিশুটি হৃদয় রাজ রোমানের ছেলে এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করার পর দুপুরে তার চাচি তাসলিমা বেগম শিশুটিকে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পান। আশপাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী। অনুষ্ঠানে রোটারী ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষদের সহায়তা করা হয়েছে।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। সোমনাথ দে বলেন, ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে বিভাজন ঘটাতে পারবে না, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্টের স্বীকার হয়েছেন, তাই ধানের শীষ প্রতিকের বিজয় দল ও দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।