জাতীয়

৭ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার-ভিডিপি ও স্থানীয় প্রশাসনের হাজার হাজার সদস্য। ৩০০ আসনের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষা সদস্য দায়িত্বে থাকবেন।
মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশ অস্ত্রসহ দায়িত্ব পালন করবে, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব হেলিকপ্টার, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করতে পারবে। ভোটের চার দিন আগে ও দুই দিন পর পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা থাকবে।
ভোটের আগে ও দিনে মোটরসাইকেল, ট্যাক্সি, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হবে এবং লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে। এই নিরাপত্তা ব্যবস্থা প্রধান নির্বাচন কমিশনারের তফশিল ঘোষণার পর বাস্তব পরিস্থিতি এবং নির্বাচনি সহিংসতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে গৃহীত।

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না - ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনদিনই প্রভাব ফেলেনি এবং আশা করি এবারেও প্রভাব পড়বেনা এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকায় তার নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।  তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা সুযোগ পায়নি। তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেয়নি। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার উদ্দেশ্য নিয়ে। মির্জা ফখরুল বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ, জুলাই যোদ্ধা নিহতদের কবর জিয়ারত ও আহত পরিবারের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন। এটাকে বলা যেতে পারে যে, তার ব্যক্তিগত শুভেচ্ছা সফর। তিনি আরো বলেন, এবারে একদিনেই নির্বাচন ও গণভোট হবে। যে সংস্কার নিয়ে গণভোট হচ্ছে এটি মূলত আমাদের পূর্বের কার্যক্রম ছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেখানে না বলার মতো কোন কারণ আছে বলে আমার মনে হয় না। বিএনপির মহাসচিব বলেন, অবহেলিত অঞ্চলগুলোকে উন্নত করার জন্য বিএনপি আগেও কাজ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমান অবশ্যই চিন্তা করবেন এবং নির্বাচিত হলে উত্তরাঞ্চল সহ অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়নে আমরা কাজ করব। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানুয়ারী ৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

৭ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে

ছবি: সংগৃহীত

ঢাকা–করাচি আকাশপথে ফের শুরু হচ্ছে বিমানের ফ্লাইট

ছবি : সংগৃহীত

হাদি হত্যাকাণ্ডে ওয়ার্ড কমিশনার নয়, রাষ্ট্রযন্ত্র জড়িত: ইনকিলাব মঞ্চ

মন্ত্রিপাড়ার ডুপ্লেক্স বাড়ি
মন্ত্রিপাড়ার ৭১টি আবাসন শুধু মন্ত্রীদের জন্য বরাদ্দ করার উদ্যোগ

রাজধানীর মন্ত্রিপাড়া এলাকায় মন্ত্রীদের জন্য নির্মিত সরকারি আবাসন পুনর্নির্দিষ্টকরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর ইতোমধ্যে বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান ও ধানমন্ডি এলাকায় অবস্থিত মোট ৭১টি বাংলো ও অ্যাপার্টমেন্টকে শুধুমাত্র মন্ত্রীদের আবাসন হিসেবে এয়ারমার্ক করার প্রস্তাব দিয়েছে। আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে এসব ভবনে নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, বিচারপতি, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বসবাস করছেন, যা বিদ্যমান আবাসন নীতির সঙ্গে সাংঘর্ষিক। ভবিষ্যতে নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হলে আবাসন সংকট ও প্রশাসনিক জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে গত ২ নভেম্বর সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যারা পুরোনো ৪১টির সঙ্গে নতুন করে আরও ৩০টি আবাসন যুক্ত করে মোট ৭১টি ভবন নির্দিষ্ট করার সুপারিশ করেছে। কমিটির প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর ন্যস্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রস্তাব বাস্তবায়িত হলে, এসব আবাসনে ভবিষ্যতে মন্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি বসবাস করতে পারবেন না—এমন নীতিগত প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৭, ২০২৬ 0

যুবলীগ নেতা বাপ্পির পরিকল্পনাতেই খুন হয় হাদি

ছবি: সংগৃহীত

এনইআইআর সেবা গ্রহণে সতর্ক থাকার নির্দেশ বিটিআরসির

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরসহ ১৫ জনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত
চাঁদাবাজির মামলায় আলোচিত তাহরিমা সুরভীর জামিনে মুক্ত

চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী অবশেষে জামিন পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’ এর আগে একই দিন দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। শুনানি শেষে এ আদেশ দেওয়া হয় বলে জানান আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান। রিমান্ড শুনানিকালে তাহরিমা জান্নাত সুরভী অভিযোগ করেন, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং মামলায় একাধিক আসামি থাকলেও কেবল তাকেই গ্রেফতার করা হয়েছে। তার আইনজীবী মামলাটিকে ভিত্তিহীন দাবি করে রিভিশনের প্রস্তুতির কথা জানান। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও প্রতারণার অভিযোগ রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৫, ২০২৬ 0

গুম হওয়া ২৫১ জনের মধ্যে ৯৬% বিরোধী দলের সদস্য

এ এম এম নাসির উদ্দিন

নির্বাচনী পরিবেশ অনুকূলে, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু

ফয়েজ আহমদ তৈয়্যব

শুল্ক কমলেও এনইআইআর কার্যক্রম বন্ধ নয়: ফয়েজ তৈয়্যব

0 Comments