অপরাধ

রাঙ্গুনিয়ায় খেজুর রস বিরোধে এক ব্যক্তি নিহত

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেজুর রস বিরোধে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামসুল আলমের (৫৮)।

ঘটনার সূত্রপাত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মীরেরখীল এলাকায় দুই পক্ষের মধ্যে খেজুর রস সংগ্রহ নিয়ে বিরোধ থেকে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শামসুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

ছবি: প্রতিনিধি
বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে রাতে বাড়ি ফেরার পথে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে।  

বরিশাল জানুয়ারী ১১, ২০২৬ 0
ছবি: সংর্গহীত

সিংড়ায় বিএনপি নেতার ওপর নৃশংস হামলা, ২১ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়ায় খেজুর রস বিরোধে এক ব্যক্তি নিহত

ছবি: সংগৃহীত
ঘুস নেয়ার অভিযোগে নবীনগর থানার দুই পুলিশ সদস্য বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করা হয়। অভিযোগ, মোটা অংকের ঘুষ গ্রহণ করে এসআই ও কনস্টেবল গাড়িটি ছেড়ে দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা পুলিশ সুপারের নজরে আসে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

মোসাব্বির হত্যাকাণ্ডের প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ছবি: প্রতিনিধি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে হত্যার মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (৭ জানুয়ারি) ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জে থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, অভিযানটি কালিয়াকৈরের ‘আলফা জোন অ্যান্ড কোম্পানি’ এলাকায় পরিচালনা করা হয়। সাকিন সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে রিয়াদকে সাকিন ও সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সিসি ফুটেজও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রিয়াদ অটোরিকশায় বসে আছেন এবং একাধিক যুবক তাকে আক্রমণ করছে। মামলার বাদী রেজাউল করিম জানিয়েছেন, প্রধান আসামি সাকিনের পাশাপাশি ১১ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার সাকিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং প্রয়োজনে রিমান্ড আবেদন করা হবে। ইতিমধ্যে আরও দুই আসামিকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি:প্রতিনিধি

ভালুকায় শ্রমিক দিপু হত্যার মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেফতার

ছবি:সংগৃহীত

কেরানীগঞ্জে ভোরে ছিনতাইয়ের শিকার কারারক্ষী

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ১ যুবক গ্রেফতার

0 Comments