ক্রিকেটারদের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা সব ধরনের খেলা স্থগিত রাখার অবস্থানে অনড় রয়েছেন।
সূত্র জানায়, নাজমুল ইসলাম সরে না দাঁড়ালে বিপিএলসহ ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। এরই মধ্যে বিপিএলের একটি ম্যাচে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়নি। এ অবস্থায় প্রথম বিভাগ লিগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিসিবি কর্তৃপক্ষ নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাইলেও ক্রিকেটাররা পরিচালকের পদ থেকে তাঁর পূর্ণ পদত্যাগ দাবি করছেন। এ বিষয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক অবস্থান জানানোর প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেটারদের পারফরম্যান্স ও আর্থিক ব্যয় নিয়ে নাজমুল ইসলামের দেওয়া মন্তব্যকে অবমাননাকর ও শিষ্টাচারবিরোধী দাবি করে ক্রিকেটাররা তাঁর বিরুদ্ধে প্রতিবাদে নামেন। বোর্ডের পক্ষ থেকে বিকল্প সমাধানের প্রস্তাব এলেও সংকট এখনো কাটেনি।
ক্রিকেটারদের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা সব ধরনের খেলা স্থগিত রাখার অবস্থানে অনড় রয়েছেন। সূত্র জানায়, নাজমুল ইসলাম সরে না দাঁড়ালে বিপিএলসহ ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। এরই মধ্যে বিপিএলের একটি ম্যাচে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়নি। এ অবস্থায় প্রথম বিভাগ লিগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিসিবি কর্তৃপক্ষ নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাইলেও ক্রিকেটাররা পরিচালকের পদ থেকে তাঁর পূর্ণ পদত্যাগ দাবি করছেন। এ বিষয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক অবস্থান জানানোর প্রস্তুতি নিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেটারদের পারফরম্যান্স ও আর্থিক ব্যয় নিয়ে নাজমুল ইসলামের দেওয়া মন্তব্যকে অবমাননাকর ও শিষ্টাচারবিরোধী দাবি করে ক্রিকেটাররা তাঁর বিরুদ্ধে প্রতিবাদে নামেন। বোর্ডের পক্ষ থেকে বিকল্প সমাধানের প্রস্তাব এলেও সংকট এখনো কাটেনি।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার (৫ ডিসেম্বর) সব টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সমস্ত ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বা প্রচার বন্ধ রাখার। এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের যৌক্তিক কারণ জানা যায়নি এবং এটি বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ ও মর্মাহতির সৃষ্টি করেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর এবং সকল সংশ্লিষ্ট চ্যানেলের শীর্ষ নির্বাহীদের অবগত করা হয়েছে।
ফেসব্যাক্সট্ম Camp Nou রেনোভেশন প্রকল্প ২০২৩ সালের জুনে শুরু হয়ে দীর্ঘ বিলম্বের পর, অবশেষে গ্যাম্পার ট্রফির মাধ্যমে ১০ আগস্ট ২০২৫ সালে ‘আংশিক’ কার্যক্রমে ফিরছে বার্সেলোনা। এই সময় পর্যন্ত ক্লাব ও কর্তৃপক্ষের মধ্যে মিল রেখেও রয়েছে ফিনান্সিয়াল ও প্রশাসনিক চ্যালেঞ্জ, যা প্রকল্পকে ধাপে এগিয়ে দিয়েছে। সময়সূচির পরিবর্তন ও প্রগতির সারাংশ বার্সেলোনা থেকে ২০২৩–২০২৬ সময়ের ‘Espai Barça’ প্রকল্পের অংশ হিসেবে Camp Nou পুনর্নির্মাণ শুরু হয় ২০২৩ সালের জুনে, যা শুরুতে ডিসেম্বরে সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে সেপ্টেম্বর ২০২৫–এ সরাসরি এবং ২০২৬–এর গ্রীষ্মে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে reuters.com+15padmagazine.co.uk+15fcbarcelonanoticias.com+15thisismoney.co.uk+3eurofootball.news+3reddit.com+3 । মাঠে বায়ো-হাইব্রিড ঘাস বসানো শুরু হয়েছে এপ্রিল ২০২৫–এ, যা মূল যাত্রার সূচনা হিসেবে দেখা হচ্ছে । ১ম ও ২য় স্তরে প্রায় ৩৯,০০০ সিট বসানো সম্পন্ন, ৩য় শ্রেণির ভিত্তিক নির্মাণ চলছে ও VIP রিং‑এর কাঠামো তৈরি দ্রুতগতি পেয়েছে । আর্থিক পুনর্গঠন ও ঋণের অধঃবিন্যাস রেনোভেশনের জন্য €১.৪৫–€১.৫ বিলিয়ন ঋণ নেওয়া হয়েছিল। তার মধ্যে €৪২৪ মিলিয়ন বর্তমানে বন্ড ইস্যু করে, ২০২৮ থেকে ২০৩৩-৫০ পর্যন্ত সময়সীমা বাড়িয়ে পরিশোধ পরিকল্পনা করা হয়েছে । এই ধরণের আর্থিক পদক্ষেপ ক্লাবের বার্ষিক রাজস্ব বাড়াতে সাহায্য করবে, বিশেষ করে স্পন্সরশিপ ও টিকিট বিক্রয়ের মাধ্যমে €২০০–€৩৫০ মিলিয়ন সম্ভাব্যভাবে অর্জনের হিসেব আছে । প্রশাসনিক বাধা ও অনুমোদন প্রক্রিয়া গ্যাম্পার ট্রফির আগে সিটি কাউন্সিল, ফায়ার সার্ভিস, মসোস দ’Esquadra ও UEFA-র সাথে বেশ কিছু পারমিট নিতে হবে as.com । বার্সেলোনা পাত্তা দিচ্ছে নেই, এবং আশা করছে জুলাই মাসে আংশিকভাবে লাইসেন্স পেয়ে যাবে । তবে, VIP সেকশন, পঞ্চম তলা, ছাদ অর্থাৎ “roof” ইনস্টলেশন ২০২৬ গ্রীষ্মে সমাপ্ত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে । ⚽ গ্যাম্পার ট্রফি ও স্বাগতম চান্স ১০ আগস্ট Trofeu Joan Gamper আংশিকভাবে নতুন Camp Nou-তে আয়োজনের পরিকল্পনা, যেখানে আনুমানিক ৫০,০০০–৬০,০০০ দর্শক অংশ নিতে পারে cincodias.elpais.com+13as.com+13elpais.com+13 । ছাদ ছাড়া, লিফ্ট, গ্যালারি, ভিআইপি এলাকা ও বাথরুমে কিছু কাজ অসম্পূর্ণ থাকবে — ক্লাব এটি “ট্রায়াল ফেজ” হিসেবে দেখছে, এবং ভক্তদের ধৈর্য কামনা করেছে । সারসংক্ষেপ উপাদান অবস্থা উল্লেখযোগ্য তারিখ মাঠ ও সিট ঘাস বসানো–সিটিং প্রায় সম্পন্ন এপ্রিল–মে ২০২৫ VIP/তৃতীয় শ্রেণি কাঠামো তৈরি প্রক্রিয়াধীন চলমান ছাদ বিলম্বিত, ২০২৬ গ্রীষ্মে সম্ভাব্য — পারমিট অপেক্ষমাণ, জুলাইয়ে মিলতে পারে — আংশিক খোলা গ্যাম্পার ট্রফি: ১০ আগস্ট ২০২৫ ১০ আগস্ট ২০২৫ পূর্ণ উদ্বোধন ২০২৬ গ্রীষ্মের দিকে — ঋণ পুনর্গঠন €৪২৪ মিলিয়ন বন্ড, ২০৩৩–৫০ পর্যন্ত সময়সীমা জুন ২০২৫ Spotify Camp Nou ইউরোপের বৃহত্তম স্টেডিয়াম হিসেবে নতুন করে আত্মপ্রকাশের পথে; তবে নির্মাণ বিলম্ব এবং পারমিট-সংক্রান্ত বাধাগুলি টেকনিক্যাল চ্যালেঞ্জের শুরু। অর্থনৈতিক পুনর্গঠন অর্থসঙ্কট সামলে রাখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদি রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখবে। ক্লাবের এখন মূল অগ্রাধিকার আছে — ১০ আগস্টে আংশিক রিটার্ন দিয়ে ফ্যানদের সাথে পুনঃমিলন ঘটানো। আর এটি যদি সাফল্যের সাথে সফল হয়, তাহলে পরবর্তী বছরের পূর্ণাঙ্গ ক্যাপাসিটিতে ফিরতে সহজ পথ উন্মোচিত হবে।