অপরাধ

সেলিমের বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগ

Icon
মালয়েশিয়া প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬

মালয়েশিয়ায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মো. জালাল উদ্দিন ওরফে সেলিম জালালের বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী পরিচয় দিলেও তার কোনো বৈধ ব্যবসার তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে সেলিম জালাল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে শতশত মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে আসেন। পরে আরও টাকা আদায়ের জন্য তাদের আটকে রাখা হয়। মুক্তির আশায় অনেকে সর্বস্ব বিক্রি করতেও বাধ্য হয়েছেন। মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ থাকায় সম্প্রতি ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে নদীপথ ও জঙ্গলের ভেতর দিয়ে মানব পাচার বেড়েছে বলেও অভিযোগ রয়েছে।

 


 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, ভিসা নবায়নের নামেও তিনি অর্থ নেন, কিন্তু কাজ না করে ভয়ভীতি দেখান। তার প্রতারণার কারণে অনেক বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ার জঙ্গল এলাকায় মানবেতর জীবনযাপন করছেন।
অনুসন্ধানে জানা গেছে, মানব পাচারের পাশাপাশি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিলাসবহুল জীবনযাপন ও দামি গাড়ি প্রদর্শন করে গত কয়েক বছরে অন্তত ১৭ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, যার পরিমাণ কারও ক্ষেত্রে কয়েক কোটি টাকা পর্যন্ত।
সমাজবিজ্ঞানীরা বলছেন, এ ধরনের প্রতারক চক্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং যুব সমাজকে বিপথে ঠেলে দেয়। দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট হাইকমিশন জানিয়েছে, সেলিম জালালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

ছবি: সংগৃহীত
শিবচরে ঘুমন্ত গৃহবধুকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের শিবচরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রোকেয়া বেগম (৬০) স্থানীয় বাসিন্দা ও জন্মান্ধ আবুল হোসেন মৃধার স্ত্রী। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, হত্যার সময় নিহতের স্বামী ও দুই সন্তান একই ঘরে উপস্থিত ছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৬ 0

সেলিমের বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগ

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৬টি দেশীয় অস্ত্র, মাদক ও নগদটাকা সহ ৩জন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

জাল টাকা সহ বরিশালে আটক ৪

জাকারিয়া তাহের সুমন
জালিয়াতি ও অর্থ আত্মসাত মামলার আসামী তাহের

কুমিল্লা-৮ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি জাকারিয়া তাহের সুমন। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ৫৯ কোটি ২৬ লাখ টাকার বেশি। কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে বার্ষিক আয় সবচেয়ে বেশি এই প্রার্থীর। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখা থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপির এই  নেতা সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামি হিসেবে নাম রয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন-এর। দুদকের উপপরিচালক আফরোজা হক খান মামলাটি দায়ের করেছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার গ্রাহক প্রতিষ্ঠান মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী এবং সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ ঋণ অনুমোদনের ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল এবং সাবেক পরিচালক মনোয়ারা সিকদার। তদন্তে উঠে এসেছে, ন্যাশনাল ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড” নামে একটি কাগুজে বা অস্তিত্বহীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র প্রস্তুত করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ উত্তোলন করা হয়। দুদকের তদন্তে আরও দেখা গেছে, ঋণ অনুমোদনের সময় প্রতিষ্ঠানটির কোনো বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। অথচ ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে একের পর এক ঋণ অনুমোদন দেওয়া হয়। উত্তোলিত অর্থ মূল ব্যবসায়িক কাজে ব্যবহার না করে বিভিন্ন প্রতিষ্ঠানের দেনা পরিশোধ, পে-অর্ডার এবং বিভিন্ন খাতে স্থানান্তর করা হয়। এতে করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়ে। আসনটিতে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপরাধ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এতে করে  সাধারণ ভোটারদের মাঝে আগ্রহ কমে গেছে। এর প্রভাব পড়েছে মাঠের রাজনীতিতে।  ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ দুর্বল থাকায় বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংক পুরোপুরি সক্রিয় হচ্ছে না। স্থানীয়রা বলছেন, নেতৃত্বের প্রতি আস্থা সংকট ও মাঠপর্যায়ের নিস্ক্রিয়তা বিএনপিকে বরুড়ায় কোণঠাসা করে ফেলছে। এই আসনে বরুড়া উপজেলাটি ১টি পৌরসভা ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৭হাজার ১শত ৬০ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৯৩ হাজার ৯১৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ২৪২ জন।হিজড়া ভোটার ৫ জন।  

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুরে ভারতীয় প্রসাধনী সহ দুইজন আটক

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ

ছবি: প্রতিনিধি

কবি ও সাংবাদিক 'মম' হত্যাচেষ্টা মামলায় তদন্তে পিবিআই

ছবি: প্রতিনিধি
মানিকগঞ্জে নারী হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, সদর উপজেলার পৌলী গ্রামে নুরজাহান বেগম (৫৫) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত নুরজাহান স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন। ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তি মোশাররফ হোসেন (৪৫), পৌলী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অর্থনৈতিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভের কারণে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ জানায়, ১০ জানুয়ারি রাতে বাড়িতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র ও বৈদ্যুতিক তার ব্যবহার করে নুরজাহান বেগমকে হত্যা করা হয়। পরে ভিকটিমের কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে আসামি আত্মগোপনে চলে যান। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ দল তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে ১৩ জানুয়ারি ভোর আড়াইটার দিকে শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে। আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। উদ্ধার হওয়া আলামত আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে এবং দ্রুত তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

মানিকগঞ্জ জানুয়ারী ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

হাসপাতালে আশ্রয় নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী, দুই আনসার সদস্য আটক

নিহত রাশেদ বিকুল ওরফে পিকুল

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে আগুন ও বোমা নিক্ষেপ

0 Comments