অপরাধ

সাংবাদিক আনিসের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬
আনিসুর রহমান আলমগীর
আনিসুর রহমান আলমগীর

সাংবাদিক ও খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীরকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আনিসুর রহমানের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ রয়েছে, যেখানে বৈধ আয়ের উৎস থেকে অর্জিত মোট আয় মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর ফলে প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত হয়েছে।
মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক এবং বৈশাখী টিভির সাংবাদিক ও আরটিভির চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা-টাঙ্গাইল বাসে কলেজছাত্রীকে রাতভর ধর্ষণ, ৩ গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর ধর্ষণের ঘটনায় বাসের চালক, হেলপার ও সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা বুধবার (১৪ জানুয়ারি) রাতে সাভার পরিবহণে ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- ড্রাইভার মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং ড্রাইভারের সহযোগী মো. রাব্বি (২১)।  অভিযোগে বলা হয়েছে, বাসে থাকা কলেজছাত্রীকে যাত্রীরা নামার পর আটকে রাখা হয়, তার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাতভর যৌন নির্যাতন করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। ঢাকা-টাঙ্গাইল করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা বাসটি হাইওয়ে পুলিশ আটক করে, জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানতে পারে। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনা দেশের মহাসড়কে চলমান সন্ত্রাস ও নারী নিরাপত্তার বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৬ 0
আনিসুর রহমান আলমগীর

সাংবাদিক আনিসের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

শিবচরে ঘুমন্ত গৃহবধুকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সেলিমের বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগ

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ৬টি দেশীয় অস্ত্র, মাদক ও নগদটাকা সহ ৩জন গ্রেফতার

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা, ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা অবৈধ ইয়াবা বিক্রির অর্থ, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের পলাশপোল এলাকায় পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ইয়াসিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এক প্রেস নোটে জানানো হয়েছে, ইয়াসিন আরাফাত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জেলায় বিভিন্ন ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।

সাতক্ষীরা জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জাল টাকা সহ বরিশালে আটক ৪

জাকারিয়া তাহের সুমন

জালিয়াতি ও অর্থ আত্মসাত মামলার আসামী তাহের

ছবি: প্রতিনিধি

জামালপুরে ভারতীয় প্রসাধনী সহ দুইজন আটক

ছবি: প্রতিনিধি
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ

সুন্দরবনের কয়রা উপজেলার ঘোলের খাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোরেলগঞ্জ, বাগেরহাট জানুয়ারী ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কবি ও সাংবাদিক 'মম' হত্যাচেষ্টা মামলায় তদন্তে পিবিআই

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে নারী হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার

ছবি: প্রতিনিধি

হাসপাতালে আশ্রয় নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী, দুই আনসার সদস্য আটক

0 Comments