রাজনীতি

ইসির সিদ্ধান্তবিরোধী তিন দফা দাবিতে আগারগাঁওয়ে ছাত্রদলের অবস্থান

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসি কার্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যারিকেড স্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যারিকেডের সামনে সড়কে অবস্থান নিয়ে নেতা–কর্মীরা বক্তব্য দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্ত থেকে সরে এসে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, যা একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের পেশাদারিত্বকে ক্ষুণ্ন করছে। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত থেকেও কমিশনের সরে আসাকে নজিরবিহীন বলেও দাবি করেন তিনি।
এসব সিদ্ধান্তের প্রতিবাদ ও দাবিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদল।

রাজনীতি

আরও দেখুন
মোহাম্মদ ফাহিম চৌধুরী
শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথে সব আইনগত বাধা কাটল শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বোর্ড তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র পূর্বে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল করা হয়েছিল। এরপর তিনি আপিল করলে বিষয়টি পুনঃপর্যালোচনা করে বোর্ড তার পক্ষে রায় দেন। মনোনয়ন ফিরে পাওয়ার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।  

নালিতাবাড়ী,শেরপুর জানুয়ারী ১৮, ২০২৬ 0
আফরোজা খানম রিতা

আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ, নির্বাচনে বাধা নেই

ব্যারিস্টার জাইমা রহমান

কথা বলা ও পরস্পরের কথা শোনা গণতন্ত্রের আসল সৌন্দর্য :জাইমা রহমান

ছবি: সংগৃহীত

ইসির সিদ্ধান্তবিরোধী তিন দফা দাবিতে আগারগাঁওয়ে ছাত্রদলের অবস্থান

সাবেক শিক্ষামন্ত্রী ও মেয়রসহ  তিন শতাধিক ব্যক্তিকে চট্টগ্রামে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ৩৩০ জন ‘দুষ্কৃতকারীর’ চট্টগ্রাম শহরে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শহরের শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে এসব দুষ্কৃতকারীকে চট্টগ্রাম শহরে অবস্থান ও প্রবেশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ৩৩০ জনের তালিকায় আরও নাম রয়েছে রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সাইফুল আলম লিমন, সাবেক কাউন্সিলরদের মধ্যে গাজী শফিউল আজিম, শৈবাল দাশ, সাহেদ ইকবাল, জহরুল আলম জসিম, মোহাম্মদ হোসেন হিরণ, নাজমুল হক, হাসান মুরাদ, গিয়াস উদ্দিন, নূর মুস্তাফা, আবুল হাসনাত বেলাল, মোবারক হোসেনসহ নগরের ৪১টি ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত সাবেক কাউন্সিলর। তালিকায় সন্ত্রাসীদের মধ্যে রয়েছেন বিদেশে পলাতক সাজ্জাদ আলী, তাঁর সহযোগী সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ), মোবারক হোসেন, মোহাম্মদ রায়হান, খোরশেদ, ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম বুইস্যা, নুরুল আলম উরফে হামকা আলম। পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী সাজ্জাদ, শহিদুল ইসলামসহ সন্ত্রাসীরা চাঁদা ও আধিপত্য বিস্তারের জন্য নগরে প্রকাশ্য অস্ত্রবাজি করে আসছে। খুনের ঘটনাও করছে। এ দিকে নগরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে আসছেন।   ২০০০ সালের ১ অক্টোবর একে-৪৭ রাইফেলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন বড় সাজ্জাদ হিসেবে পরিচিত সাজ্জাদ আলীফাইল ছবি এদিকে তালিকায় নগর বিএনপির অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীর নামও রয়েছে। এর মধ্যে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, বাকুলিয়া থানা বিএনপির নেতা মোর্শেদ খান, কোতোয়ালির যুবদল নেতা হাসান, পাহাড়তলীর মাসুমের নাম রয়েছে। তালিকায় সন্ত্রাসী ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম থাকা প্রসঙ্গে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ অভিযান ফয়সাল আহম্মেদ সাংবাদিকদরে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে ও গোপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে আসছে। তাই তাদের বিষয়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

চট্টগ্রাম প্রতিনিধি> জানুয়ারী ১৭, ২০২৬ 0
হাসনাত আব্দুল্লাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ?

সিদ্দিকুল আলম

নীলফামারী-৪ আসনে মনোনয়ন বৈধতা পেলেন জাপা প্রার্থী সিদ্দিকুল

নির্বাচনী ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের স্বান্তনা দিচ্ছেন তারেক রহমান।
“গুম ও হত্যার শিকারদের জন্য রাষ্ট্র দায়বদ্ধ“: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও হত্যার শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, “অনেক সন্তান আজও অপেক্ষায় আছে—তাদের হারানো বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়বেন। বহু মা এখনো আশায় আছেন, হারানো সন্তান আবার ‘মা’ বলে ডাকবে। এই দীর্ঘ প্রতীক্ষা রাষ্ট্রের জন্য দায়বদ্ধতার বিষয়।” সভায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দলের হাজারো নেতা-কর্মী নির্যাতন, হত্যাযজ্ঞ ও গুমের শিকার হয়েছেন। বিএনপির কর্মীরা এসব অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান ধারণ করেছেন এবং দলে ষড়যন্ত্র বা অপপ্রচার কোন প্রভাব ফেলতে পারবে না। তারেক রহমান গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা ও নির্বাচনের দায়িত্বশীল ভূমিকা প্রসঙ্গে বলেন, “গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকারদের বিচার নিশ্চিত করা হবে। শহীদ ও গুমের স্মৃতি সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।” তিনি জানান, বিএনপি সরকার গঠিত হলে শহীদ পরিবার ও তাদের আত্মত্যাগ স্মরণে গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার নামকরণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৭, ২০২৬ 0

২৬ বছর আগের এক ছবি, আজও জীবন্ত ইতিহাস

তারেক রহমান

“রাজনৈতিক ষড়যন্ত্রে বিএনপির দমন সম্ভব নয়”: তারেক রহমান

ছবি: সংগৃহীত

১০ দলের ইসলামী আন্দোলন বাদ, চূড়ান্ত সিদ্ধান্ত অনিশ্চিত

0 Comments