বাংলাদেশ

দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করলো এক নারী

Icon
গাজীপুর
প্রকাশঃ জানুয়ারী ২৬, ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইল বাজার লেভেলক্রসিংয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হাফেজা খাতুন মালা। উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার বাসিন্দা। নিহত শিশুদের একজন ছেলে ও একজন মেয়ে; বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে ওই নারী রেলগেট কিপারের কাছে জানতে চান কোন লাইনে ট্রেন আসছে। এরপর তিনি দুই শিশুকে নিয়ে রেললাইনের ওপর বসে পড়েন। গেটকিপারের বারবার সতর্কবার্তা ও বাঁশির সংকেত উপেক্ষা করেন তারা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে লোকসমাগম ঘটে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার এসআই আল আমিন জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

 

বাংলাদেশ

আরও দেখুন
প্রতিকী ছবি
গাজীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরী নিহত

গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেডের এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে ময়লার গাড়ির চাপায় একজন নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি জসিম আহম্মেদ (৪৪), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাইরবাড়িয়ার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার ময়লা সংগ্রহের একটি গাড়ি কারখানার ভেতরে প্রবেশ করার সময় জসিম আহম্মেদ ১ নম্বর গেটের পাশে দায়িত্ব পালন করছিলেন। গাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। চালক পালিয়ে যাওয়ায় গাড়িটি পুলিশ জব্দ করেছে। শ্রীপুর থানার উপপরিদর্শক আবদুল কুদ্দুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দাফনের প্রাথমিক দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করেছেন।  

গাজীপুর জানুয়ারী ২৬, ২০২৬ 0
সর্বমিত্র চাকমা

পদত্যাগের সিদ্ধান্ত জানালেন সর্বমিত্র চাকমা

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

গতকাল বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মোঃ কামরুল ইসলাম খান বাকেরগঞ্জের ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে বিআরইউ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বরিশাল-৬ আসনে  ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করলো এক নারী

গাজীপুর মহানগরীর পূবাইল বাজার লেভেলক্রসিংয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হাফেজা খাতুন মালা। উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার বাসিন্দা। নিহত শিশুদের একজন ছেলে ও একজন মেয়ে; বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে ওই নারী রেলগেট কিপারের কাছে জানতে চান কোন লাইনে ট্রেন আসছে। এরপর তিনি দুই শিশুকে নিয়ে রেললাইনের ওপর বসে পড়েন। গেটকিপারের বারবার সতর্কবার্তা ও বাঁশির সংকেত উপেক্ষা করেন তারা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে লোকসমাগম ঘটে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে। পূবাইল থানার এসআই আল আমিন জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।    

গাজীপুর জানুয়ারী ২৬, ২০২৬ 0
মোবারক হোসেন ওরফে ইমন

চট্টগ্রামে প্রকাশ্য হত্যার হুমকি, সাবেক শ্রমিক দল নেতাকে টার্গেট করে ভাইরাল অডিও

ছবি প্রতিনিধি

সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিধি লঙ্ঘন

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আবাদি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়-ক্যানেলে, উর্বরতা হারাচ্ছে জমি

ছবি: প্রতিনিধি
ঝিনাইদহ শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পাল। এতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় জেলা প্রশাসক শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত ও প্রস্তাব আহ্বান করেন। আলোচনায় বিদ্যালয় ব্যবস্থাপনা জোরদার, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, বিদ্যালয় পরিবেশ উন্নয়ন, জবাবদিহিতা ও মনিটরিং জোরদার এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের বিষয়গুলো গুরুত্ব পায়। সভা শেষে জেলা প্রশাসক প্রতি বছর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেন। সমাপনী বক্তব্যে তিনি বিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড, ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, ক্রীড়া কার্যক্রম জোরদার এবং বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সব ইতিবাচক উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

ঝিনাইদহ জানুয়ারী ২৫, ২০২৬ 0

খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক প্রশস্তকরণে ১ হাজার ৬৪ কোটি টাকা অনুমোদন

ছবি: প্রতিনিধি

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

ছবি: প্রতিনিধি

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

0 Comments