জাতীয়

বাগেরহাটে ষাটগম্বুজ প্রত্নস্থল ও জাদুঘরের ই টিকেটিং সেবার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি

Icon
বাগেরহাট
প্রকাশঃ জানুয়ারী ১৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে দর্শনার্থীদের জন্য আধুনিক ই-টিকিটিং ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় এই উদ্যোগকে ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ই-টিকিটিং কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ষাটগম্বুজ প্রত্নস্থলের কাস্টোডিয়ান মো. জাহেদসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, “ডিজিটাল সেবার বিস্তারের অংশ হিসেবে প্রত্নস্থল ও জাদুঘরে ই-টিকিটিং চালু করা হয়েছে। এতে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি কমবে, সময় সাশ্রয় হবে এবং সার্বিক সেবার মান আরও উন্নত হবে।” তিনি আরও বলেন, “এই ব্যবস্থা টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক ভূমিকা রাখবে।”
নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। ফলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য ষাটগম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘর ভ্রমণ হবে আরও সহজ, দ্রুত ও আধুনিক।
সংশ্লিষ্টরা আশা করছেন, ই-টিকিটিং চালুর ফলে বাগেরহাটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

বাগেরহাটে ষাটগম্বুজ প্রত্নস্থল ও জাদুঘরের ই টিকেটিং সেবার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি

বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে দর্শনার্থীদের জন্য আধুনিক ই-টিকিটিং ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় এই উদ্যোগকে ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ই-টিকিটিং কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ষাটগম্বুজ প্রত্নস্থলের কাস্টোডিয়ান মো. জাহেদসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, “ডিজিটাল সেবার বিস্তারের অংশ হিসেবে প্রত্নস্থল ও জাদুঘরে ই-টিকিটিং চালু করা হয়েছে। এতে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি কমবে, সময় সাশ্রয় হবে এবং সার্বিক সেবার মান আরও উন্নত হবে।” তিনি আরও বলেন, “এই ব্যবস্থা টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক ভূমিকা রাখবে।” নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। ফলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য ষাটগম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘর ভ্রমণ হবে আরও সহজ, দ্রুত ও আধুনিক। সংশ্লিষ্টরা আশা করছেন, ই-টিকিটিং চালুর ফলে বাগেরহাটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

বাগেরহাট জানুয়ারী ১৬, ২০২৬ 0
বুশরা আফরিন

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে হিট অফিসার

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ

হলফনামা যেন কেবলই আনুষ্ঠানিকতা

ড. রেজা কিবরিয়া
“ইসরাইলের তহবিলে চালিত দলে আমার স্থান নেই”: ড. রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদ ত্যাগের কারণ স্পষ্ট করে বলেছেন, তিনি কোনো দলেই থাকতে পারবেন না যা ইসরাইলের আর্থিক সহায়তায় পরিচালিত হয়। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেন, “যেখানে ইসরাইলের অর্থ আসে, সেখানে আমার অবস্থান সম্ভব নয়।” তিনি আরও জানান, রাজনৈতিক পথচলায় আগে তিনি গণফোরামে ছিলেন, কিন্তু সেখানে দলীয় কোন্দল ও এমপির পদ নিয়ে ভিন্নমতের কারণে তিনি দল ছেড়ে আসেন। গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার প্রস্তাব জাফরুল্লাহ চৌধুরীর উৎসাহে গ্রহণ করেছিলেন, তবে পরে দলটির ইসরাইলের সঙ্গে আর্থিক সংযোগের তথ্য তিনি নিশ্চিত হওয়ার পর পদত্যাগ করেছেন। ড. কিবরিয়া বলেন, “মিডিয়ায় প্রকাশিত মিটিংয়ের তথ্য এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উল্লেখিত মোসাদ সংক্রান্ত তিনটি বৈঠকের খবর আমাকে দৃঢ়ভাবে বোঝালো, আমি সেখানে থাকতে পারি না।” এই বক্তব্যে রাজনৈতিক নৈতিকতা ও আন্তর্জাতিক সংযোগকে কেন্দ্র করে তার অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৪, ২০২৬ 0

অবৈধ অস্ত্রের ঝনঝনানি

অধ্যাপক আলী রিয়াজ

ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ‘হ্যাঁ’ ভোট জরুরি: আলী রিয়াজ

ড. ইফতেখারুজ্জামান

আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের শুনানি শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানায়, শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল শুনানির জন্য কমিশনে জমা পড়েছে। কমিশন সূচি অনুযায়ী, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল, পরবর্তী দিনগুলোতে নির্ধারিত পরিসরের আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী তারিখ ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। এর আগে, সারা দেশে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। কমিশন জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১০, ২০২৬ 0

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না - ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

৭ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে

ছবি: সংগৃহীত

ঢাকা–করাচি আকাশপথে ফের শুরু হচ্ছে বিমানের ফ্লাইট

0 Comments