রাজশাহীর তানোরে যৌথ বাহিনীর অভিযানে ১শ' ১৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে তানোর থনা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। তানোরে দায়িত্বরত সেনা সদস্যসহ তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১শ' ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
রাজশাহীর তানোরে যৌথ বাহিনীর অভিযানে ১শ' ১৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে তানোর থনা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। তানোরে দায়িত্বরত সেনা সদস্যসহ তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১শ' ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
মালয়েশিয়ায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মো. জালাল উদ্দিন ওরফে সেলিম জালালের বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী পরিচয় দিলেও তার কোনো বৈধ ব্যবসার তথ্য পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে সেলিম জালাল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে শতশত মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে আসেন। পরে আরও টাকা আদায়ের জন্য তাদের আটকে রাখা হয়। মুক্তির আশায় অনেকে সর্বস্ব বিক্রি করতেও বাধ্য হয়েছেন। মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ থাকায় সম্প্রতি ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে নদীপথ ও জঙ্গলের ভেতর দিয়ে মানব পাচার বেড়েছে বলেও অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, ভিসা নবায়নের নামেও তিনি অর্থ নেন, কিন্তু কাজ না করে ভয়ভীতি দেখান। তার প্রতারণার কারণে অনেক বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ার জঙ্গল এলাকায় মানবেতর জীবনযাপন করছেন। অনুসন্ধানে জানা গেছে, মানব পাচারের পাশাপাশি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিলাসবহুল জীবনযাপন ও দামি গাড়ি প্রদর্শন করে গত কয়েক বছরে অন্তত ১৭ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, যার পরিমাণ কারও ক্ষেত্রে কয়েক কোটি টাকা পর্যন্ত। সমাজবিজ্ঞানীরা বলছেন, এ ধরনের প্রতারক চক্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং যুব সমাজকে বিপথে ঠেলে দেয়। দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট হাইকমিশন জানিয়েছে, সেলিম জালালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনী পণ্যসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মো. আবু সাঈদ (৩৫) ও মো. সুজন মিয়া (২৮), শেরপুর জেলার শ্রীবর্দী থানার বাসিন্দা। অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, গোয়ালদী ও বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পন্ডস ব্রাইট বিউটি এন্টি ডালনেস ফেইস ওয়াস ৩৬৪৮ পিস (মূল্য ৫ লাখ ৪৭ হাজার ২০০ টাকা), পন্ডস সুপার লাইট জেল ৮৬৪ পিস (মূল্য ১ লাখ ৯০ হাজার ৮০ টাকা) এবং গার্নিয়ার ফেইস ওয়াস ৪৬৮ পিস (মূল্য ৭০ হাজার ২০০ টাকা) জব্দ করা হয়। জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানসহ সকল অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আইনি ব্যবস্থা জোরদার করে জামালপুরকে নিরাপদ ও চোরাকারবারীমুক্ত করার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।