অপরাধ

সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ জানুয়ারী ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার আজাদনগর এলাকার নদয়া গ্রামের বাসিন্দা ও লিয়াকত হোসেনের ছেলে।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে হাবিবুর রহমানের বাড়ির সামনে ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

সাতক্ষীরায় এক কিশোরীর প্রতি সংঘটিত গুরুতর যৌন সহিংসতা ও তা ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। র‍্যাব-৬ সূত্র জানায়, বুধবার (২৮ জানুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে দেবাশীষ মল (২২) নামের ওই কলেজছাত্রকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের বাসিন্দা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর বাবা প্রবাসে থাকায় বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বারবার যৌন নির্যাতনের শিকার করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে সহযোগিতার অভিযোগে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। ঘটনাটি পরিবার জানতে পারার পর ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, র‍্যাব গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জানুয়ারী ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খুনি রিপনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

ছবি: প্রতিনিধি
বাগেরহাটে বিপুল গাঁজা ও ইয়াবা উদ্ধার, আটক-২

বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে কোস্ট গার্ড।

বাগেরহাট জানুয়ারী ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামালসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্র সহ এক মাদক ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত
বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা, যুবক আটক

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।  বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা এবং তিনি মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হামলার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য বের করার চেষ্টা চলছে।  

বরগুনা প্রতিনিধি> জানুয়ারী ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শেরপুর সীমান্তে টানা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: প্রতিনিধি

রংপুরে চোর সন্দেহে গণপিটুনীতে দু’জনের মৃত্যুর মামলায় আসামী মেহেদী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

জলঢাকায় 'মাদক সম্রাট' কিবুসহ গ্রেফতার-২

0 Comments