রাজনীতি

মানিকগঞ্জ-৩ আসন

বিদ্রোহী প্রার্থী আতাকে বহিষ্কার করলো বিএনপি

Icon
মানিকগঞ্জ
প্রকাশঃ জানুয়ারী ২০, ২০২৬
আতাউর রহমান আতা
আতাউর রহমান আতা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আতাউর রহমান আতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হলে আতাউর রহমান আতা প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ সময় তিনি দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন, যা সংগঠনবিরোধী হিসেবে বিবেচিত হয়।
এদিকে আফরোজা খানম রিতার মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনের আপিল বিভাগে আবেদন করলেও প্রমাণের অভাবে তা খারিজ হয়।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতেই এই বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছে—দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে কোনো ছাড় দেওয়া হবে না।

 

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বরিশাল ৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কেন্দ্রীয় নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে হেলাল দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করেন। তিনি বরিশাল সদর ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন দেন এবং বলেন, যারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চাচ্ছেন, তারা এখন ইসলামী আন্দোলনকে ভোট দেবেন।     একই দিনে বিকেল ৩টা পর্যন্ত বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ৫ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদের মধ্যে রয়েছেন: •    বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) – বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী মোঃ তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্থাফিজুর রহমান •    বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) – জাতীয় পার্টির খরুল আহসান •    বরিশাল সদর ৫ – এবি পার্টির মোঃ তারিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মোয়াযযম হোসাইন হেলাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানানো হবে।  

বরিশাল জানুয়ারী ২০, ২০২৬ 0
আতাউর রহমান আতা

বিদ্রোহী প্রার্থী আতাকে বহিষ্কার করলো বিএনপি

মৌলভীবাজারে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও

ছামিউল হক ফারুকী

জামালপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

ছবি: প্রতিনিধি
বরিশালে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা ফ্রন্ট বরিশালের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।     সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের আহ্বায়ক এলবার্ট রিপন বল্লভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বরিশাল জানুয়ারী ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন বিএনপিতে যোগদান

ছবি: প্রতিনিধি

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভালুকা গড়ার ঘোষণা ডা. জাহিদুল ইসলামের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবে: ফখরুল

ছবি: সংগৃহীত
নীলফামারী-৪ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী আব্দুল মুনতাকিম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই হাফেজ আব্দুল মুনতাকিমকে প্রার্থী করা হয়েছে। সমাবেশে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচি ছিল উৎসবমুখর। প্রার্থী হিসেবে বক্তব্যে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, নীলফামারী-৪ আসনের মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি কল্যাণমূলক সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।  

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ১৯, ২০২৬ 0
ডা. জাহিদুল ইসলাম

বাসচালকের সন্তান ভালুকার এনসিপির প্রার্থী ডা. জাহিদুল ইসলাম

মোহাম্মদ ফাহিম চৌধুরী

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন বৈধ

আফরোজা খানম রিতা

আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ, নির্বাচনে বাধা নেই

0 Comments